কোটি কোটি ডলার সম্পত্তি রয়েছে এই মুরগিটির নামে!
২০১৪-র হিন্দি ছবি ‘এন্টারটেনমেন্ট’-এর কথা মনে আছে? তাঁর নামেই ছবির নাম হয়েছিল ‘এন্টারটেনমেন্ট’। শুধু তাই নয়, সে-ই ছিল ছবির হর্তা-কর্তা-বিধাতা। বিশাল সম্পত্তির মালিক ছিল এই জার্মান শেফার্ড কুকুরটি।
ঠিক সিনেমার মতোই বাস্তবেও ধনীর তালিকায় রয়েছে এই চারপেয়ে-রা। বড় বড় শিল্পপতিদেরও ছক্কা হাঁকিয়ে বিন্দাস নিজেদের জায়গা পাকা পোক্ত করে ফেলেছে তারা। তবে হ্যাঁ, যে সে পশু নয় কিন্তু মোটেই। বহু আদরে লালিত পালিত তাদের কেউ মিশকালো বিড়াল, কেউ লালচে মুরগি, কেউ বা দুধ সাদা কুকুর। বৈভবে-সম্পদে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। কত সম্পত্তির মালিক তারা? জেনে নিন গ্যালারির পাতা থেকে।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই