এখন কোথায় সব মানবাধিকার সংগঠন? ——-প্রধানমন্ত্রী।
সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন কোথায় সব মানবাধিকার সংগঠন? কেনো তারা এখন চুপ আছেন?
তিনি বলেন, বিগত ২০/২১ দিন ধরে যে ভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের রক্ত নিয়ে যেভাবে হোলি খেলছে, ছোট ছোট শিশুদের ওপর হামলা করা হচ্ছে এর বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মার প্রতিবাদী হওয়া উচিত।
সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কর্যনিবাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি-জামায়াত শক্তি দেশে যে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এর থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে আমরা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ এবং ঈদের পর আমরা দেশে শান্তি বজায় রাখতে কাজ করে যাবো। যাতে দেশের জনগণ তাদের সার্বিক নিরাপত্তা সব সময় পায়।’
তিনি বলেন, ‘আমরা এই রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি। ফলে সঠিক দামে পণ্য কিনতে পেরেছেন দেশবাসী। আগামীতেও এ ধারা বজায় থাকবে।’ এবার ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে কোথাও কোনো সমস্যা হয়নি বলে খুব সহজেই তার নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

































মন্তব্য চালু নেই