ইমানকে ভারত থেকে নিয়ে গিয়ে এবার নতুন কী পদ্ধতিতে ওজন কমানোর চিকিৎসা হবে

৫০০ কেজির উপর ওজন নিয়ে ভারতে এসেছিলেন মিশরীয় ইমান আহমেদ। গত ফেব্রুয়ারি থেকে তিনি মুম্বইয়ের সইফি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওজন কমানোর জন্য তাঁর অপারেশন করা হয়। দু’মাস পরে তিনি যখন ভারত ছাড়েন তখন তাঁর ওজন ছিল ১৭৬ কেজি।

এ বার তাঁকে আবু ধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওজনের সমস্যা ছাড়াও তাঁর হার্টের সমস্যাও রয়েছে। আপাতত এই ৩৭ বছর বয়সি মিশরীয় মহিলার চিকিৎসা করার জন্য ২০ জন ডাক্তারের একটি টিম তৈরি করা হয়েছে।

তবে কী ভাবে তাঁর চিকিৎসা চলবে সেই ব্যাপারে মেডিক্যাল টিম যে সিদ্ধান্ত নিয়েছে, তা হল, এখনই আর কোনও অপারেশন করা হবে না ইমানের শরীরে। তার বদলে ফিজিওথেরাপি ও মানসিক কাউন্সেলিং করা হবে ইমানের।

বুরজিল হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ইয়াসিন আল-শাহাত এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁদের লক্ষ্য হল ইমানকে সুস্থ ভাবে হুইল চেয়ারে বসানোর চেষ্টা করা। তিনি যাতে সকলের সঙ্গে কথা বলতে পারেন, সেই চেষ্টাও করা হবে। এক জন স্পিচ থেরাপিস্টের অধীনে ইমানের চিকিৎসা চলবে।
আপাতত আগামী এক বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ইমানের চিকিৎসা চলবে।



মন্তব্য চালু নেই