ইনশাল্লাহ আমরা একটা জয় পাবো আশা করি: সাব্বির

বাংলাদেশের চলতি নিউজিল্যান্ড সফর নিয়ে দলের অলরাউন্ডার সাব্বির রহমান বলেছেন, একটা ভালো দিনই পারে সব ঠিক করে দিতে। বে-ওভালে টাইগারদের অনুশীলনের ফাঁকে তিনি একথা বলেন।

সাব্বির বলেন, ‘আমরা ব্যক্তিগত ভাবে যেমন পারফর্ম করছি, ঠিক তেমনি টিম পারফরমেন্স দরকার। যেমন যেদিন বল ভালো হচ্ছে সেদিন ব্যাটিং খারাপ। আবার আরেক ম্যাচে তার উল্টো। দুটি একসঙ্গে হচ্ছে না। সঙ্গে ক্যাচ মিস হচ্ছে।’

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই মারকুটে ব্যাটসম্যান বলেন, ‘ইনশাল্লাহ আমরা একসঙ্গে পারফর্ম করবো এবং একটা জয় পাবো আশা করি।’

স্বাগতিক কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে দল অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।



মন্তব্য চালু নেই