আমরা বাংলাদেশের অন্যতম ধনী পরিবারের সদস্য : শামীম ওসমান
পরিবারের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমরা বাংলাদেশের অন্যতম ধনী পরিবারের সদস্য। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার আদর্শেই রাজনীতি করি।’
মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ওপর আনীত শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, ‘আমার ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর যখন আমাদের পরিবারের সবাই শোকে বিহ্বল, তখন একটি পত্রিকা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোতে ব্যস্ত ছিল। তারা এখনও আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরাও তো মানুষ, স্বজন হারালে আমাদেরও শরীরে রক্ত ঝরে। তারপরও আমাদের পরিবারের বিরুদ্ধে কেন এই অপপ্রচার?’
ওসমান পরিবারের কোনো লোভ-লালসা নেই উল্লেখ করে নারায়ণগঞ্জের এ সংসদ সদস্য বলেন, ‘কিন্তু জাতির পিতাকে ভালোবাসার জন্য আমরা একটি বিশেষ গোষ্ঠীর শিকার। আমাদের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
শামীম ওসমান বলেন, ‘খুনির দল ক্ষমতায় এসে আমার মাতৃতুল্য নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করছিলো। খুনিরা এখনও ঘুরে বেড়ায়, ওদের বিচার এখনও হয়নি। বঙ্গবন্ধুর হত্যার পর কেউ সেই হত্যার বিরুদ্ধে কথা বলেনি। শুধুমাত্র আমাদের ওসমান পরিবার থেকে সেই হত্যার প্রতিবাদ করা হয়। আমরা যতদিন থাকবো বঙ্গবন্ধুর আদর্শেই রাজনীতি করবো।’
মন্তব্য চালু নেই