অবসরের আগেই পাকিস্তানে টেস্ট চান মিসবাহ

২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের উপর বন্দুক হামলার পর ছয়বছর কোন ধরণের আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। চলতি বছরে জিম্বাবুয়ের ১৩ দিনের সফরের মাধ্যমে প্রাণ পেয়েছে দেশটির ক্রিকেট। ফলে বর্তমান ও সাবেকরা মনে করছেন, দ্রুতই পাকিস্তানে আসবে সব দল। তারই ধারাবাহিকতায় টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক চান অবসরের আগেই ঘরের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে।
১৬টি টেস্ট ম্যাচ জয়ী অধিনায়ক মিসবাহ এ নিয়ে বলেন, ‘অবসরের আগেই পাকিস্তানের মাঠে টেস্ট খেলতে পারলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে, আমি অনেক খুশী হবো।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করছি খুব দ্রুতই অন্যান্য দল পাকিস্তানে সফর করবে এবং আমরা এখানে টেস্ট সিরিজও খেলতে পারবো।’
পাকিস্তানের বিপক্ষে সেদেশে জিম্বাবুয়ে সফর করলেও নিরাপত্তার খাতিরে কোন আম্পায়ার এই সিরিজে পাঠায়নি আইসিসি। এমনকি সাবেক ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফিকা থেকেও থামানোর চেষ্টা করা হয় জিম্বাবুয়েকে। শুধু তাই নয়, জিম্বাবুয়ে সরকারও রাজি ছিলো না তাদের দলকে পাকিস্তানে পাঠাতে।
মন্তব্য চালু নেই