স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন শেখ হাসিনা: জয়নুল আবদীন ফারুক

গণতন্ত্রের আবরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক।

ফারুক বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে জাতীয় সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যমের কণ্ঠরোধের ষড়যন্ত্র করছে। জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অগণতান্ত্রীক কথাগুলো তুলে ধরেন তখনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, আসে হয়রানি। কোনো স্বৈরাচারির মুখে গণতন্ত্র শোভা পায় না। পাথড় ছুঁড়লে পাটকেল খেতেই হবে। সকল বিরোধীলের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি (শেখ হাসিনা) চার্জসিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন, আমরাও বসে থাকবো না। আমরাও গণতান্ত্রীক আন্দোলনের জন্য লড়াই অব্যাহত রাখবো।’

একটি স্পর্শকাতর বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত না নিয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেয়ার পরামর্শ দেন বিএনপির এ নেতা।

এ সময় আগামী ১ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসার আগে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির প্রচার সম্পাদক।



মন্তব্য চালু নেই