সাব্বিরের আগুন ঝরানো ব্যাটিংয়ে ফাইনালে বরিশাল

বিপিএলে রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাব্বির রহমানের আগুন ঝরানো ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল বরিশাল বুলস। আগামী ১৫ ডিসেম্বর মাশরাফির বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বরিশাল।

রবিবার রংপুর রাইডার্সের দেয়া ১৬১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল বুলস।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন সাব্বির রহমান। এছাড়া শাহরিয়ার নাফিস করেন ৪৪ রান। রংপুরের পক্ষে সাকিব আল হাসান ১টি, থিসারা পেরেরা ১টি, আরাফাত সানি ১টি ও ড্যারেন স্যামি ১টি করে উইকেট নেন।

এদিন বরিশাল বুলস তাদের দলীয় ১০ রানেই দুইটি উইকেট হারিয়ে ফেলে। ইনিংসের দ্বিতীয় ওভারে আরাফাত সানির বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনি তালুকদার। তৃতীয় ওভারে সাকিবের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সেকুগে প্রসন্ন।

এরপর জ্বলে উঠেন সাব্বির রহমান ও শাহরিয়ার নাফিস। দু’জনে মিলে তৃতীয় উইকেট জুটিতে ১২৪ রানের পার্টনারশীপ গড়েন। ১৭তম ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শাহরিয়ার নাফিস।

১৮তম ওভারে সীমানার কাছে ড্যারেন স্যামির হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ফেরার আগে সাব্বির রহমান ৪৯ বল মোকাবেলা করে ৭৯ রান করেন। এই রান করতে সাতটি চার ও তিনটি ছয় মারেন সাব্বির। ১৯তম ওভারে ড্যারেন স্যামির বলে থিসারা পেরেরার হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে রায়াদ এমরিত ও কেভিন কুপার তিন বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন লেন্ডল সিমন্স। আর বরিশাল বুলসের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কেভিন কুপার।



মন্তব্য চালু নেই