সানির বোলিং পরীক্ষা কাল, তাসকিনের সোমবার

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ আনে তারা। ফলে আগামীকালই (শনি) চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানিকে। আর পেসার তাসকিন আহমেদ পরীক্ষা দিতে যাবেন সোমবার।

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১৪ই মার্চের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই যেতে হবে তাদের। তবে পরীক্ষার ফলাফল ঘোষণার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন তারা। দলের সেরা তারকা পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরিতে থাকায় এ মুহূর্তে তাসকিনের দলে থাকা খুব জরুরী। তাই ওমানের বিপক্ষে ম্যাচ খেলে চেন্নাই যাবেন তাসকিন।

এশিয়া কাপের ফাইনালে খেলার কারণে মাত্র একদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে ধর্মশালা আসে বাংলাদেশ। তা সত্বেও বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের স্বস্তির জয় পায় টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার।



মন্তব্য চালু নেই