সাকিবের সামনে তিনটি রেকর্ডের সুযোগ

ওমানের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক রেকর্ডের সুযোগ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ‘ডু অর ডাই’ ম্যাচে জিতলেই সুপার টেন খেলবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ ম্যাচ খেলার হাফসেঞ্চুরি করতে যাচ্ছেন সাকিব। বাংলাদেশর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সংক্ষিপ্ত এই আসরে ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমই একমাত্র বাংলাদেশী খেলােয়াড় যিনি টি২০তে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

নিজের ৫০তম ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযােগ রয়েছে সাকিবের। এই ম্যাচে ২১ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে টি২০তে ১ হাজার রান করার গৌরব অর্জন করবেন তিনি। ৪৯ ম্যাচে ২২ দশমিক ৭৭ গড়ে ৯৭৯ রান করেছেন সাকিব।

তবে ১ হাজার রানের মালইফলক ছোঁয়ার ক্ষেত্রে সাকিবের চেয়ে এগিয়ে রয়েছেন তামিম। এই গৌরব অর্জনে আজকের ম্যাচে তামিমের দরকার ১১ রান। বর্তমানে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি২০তে তামিমের রানই সবার শীর্ষে। ব্যাট হাতে ৯৭৯ রানের পাশাপাশি ৬ দশমিক ৭৩ গড়ে ৬৭ উইকেট শিকার করেছেন সাকিব।

আজ ২১ রান করতে পারলে আরো একটি রেকর্ড হবে সাকিবের। আজ সেটা পারলে টি২০তে ১ হাজার রানের পাশাপাশি ৫০ বা তার চেয়ে বেশি উইকেট পাওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হবেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের সাথে ৫০টির বেশি উইকেট নেন পাকিস্থানের টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।

বাংলাদেশের হয়ে টি২০’র ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দাঁড়িয়ে ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এ দুজনেই খেলেছেন ৪৮টি করে ম্যাচ। ওমানের বিপক্ষে ৪৯তম ম্যাচে মাঠে নামবেন তামিম-মাহমুদুল্লাহ।



মন্তব্য চালু নেই