সাকিবের কথাই সত্যি হল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে মাশরাফি বিন মুর্তজা প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি।

সঙ্গত কারণে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতবে কিনা? এই প্রশ্নের জবাবে সাকিব বলেছিলেন, ‘জিতবে। অবশ্যই বাংলাদেশ সিরিজ জিতবে। বাংলাদেশের সিরিজ জয়ের সামর্থ রয়েছে।’

প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। এরপর রোববার দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। সিরিজ জয়ের মাধ্যমে সাকিব আল হাসানের কথাকেই সত্যি প্রমাণ করলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

প্রথম ম্যাচে তামিম ১৩২ রানের ইনিংস খেলেন। আর মুশফিক খেলেন ১০৬ রানের ইনিংস। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে তামিম অপরাজিত ১১৬ রান করেন। আর মুশফিকুর রহিম করেন ৬৫ রান।



মন্তব্য চালু নেই