সরকার সমাবেশের অনুমতি দেবে, আশা ফখরুলের

সরকার ‘স্বৈরাচারী মনোভাব’ থেকে সরে এসে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সমাবেশ উপলক্ষে আয়োজিত সভা শেষে ফখরুল এ কথা বলেন।

বৈঠকে ঢাকা ও টাঙ্গাইল জেলা বিএনপির নেতা এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। বিএনপি আশা করছে, সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। তিনি আরো বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়।

ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁদের বিভিন্ন বক্তব্যের মধ্যে যে ভাষা ব্যবহার করেছেন, তাতে এটাই প্রমাণ হয়েছে যে দুর্ভাগ্যজনকভাবে তাঁদের ভাষা স্বৈরাচারী ভাষা। একদলীয় দৃষ্টিভঙ্গিতেই তাঁরা এখনো রাজনীতিকে দেখছেন।’



মন্তব্য চালু নেই