সরকার গুম-খুনের দায় এড়াতে পারে না : ওবায়দুল কাদের

সরকার অপহরণ, গুম ও খুনের দায় এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে সরকার জনগণের আতঙ্ক ও ভয়ের অংশীদার বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
সারাদেশ জুড়ে অপহরণ ও গুম-খুনের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘অপহরণ ও খুনের ব্যাপারে সরকার খুবই স্পর্শকাতর অবস্থানে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত যে কোনো শক্তিমান গডফাদারকেও ছাড় দেয়া হবে না।’
এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে যা এশিয়া মহাদেশের একটি উদাহরণ। কিন্তু একটি মহল এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে গুম ও খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।’
অপহরণ, গুম-খুনের ঘটনা নিয়ে রাজনীতি না করতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিনের মধ্যেই অপহরণ ও গুম খুনের ঘটনা বন্ধ হয়ে আসবে।’
এর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আশুলিয়ার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বিভিন্ন দিক পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই