সরকারের দায়বদ্ধতা না থাকায় হত্যা বাড়ছে : বিএনপি

জনগণের নিরাপত্তায় সরকারের দায়বদ্ধতা না থাকায় হত্যাকাণ্ড বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সভায় এ অভিযোগ করা হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অস্বাভাবিক সরকারের কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করা যায় না। সরকার যদি স্বাভাবিক হতো, তাহলে এই ঘটনাগুলোকে স্বাভাবিক বলে ব্যক্ত করা যেত। খুন-খারাবি আর গুম, সেটি মহিলা-শিশু-হিন্দু-মুসলমান চাকরিজীবী বলে কোনো কথা নয়। জনগণ দ্বারা যাঁরা নির্বাচিত হন না, জনগণের প্রতি তাঁদের কোনো দায়দায়িত্ব থাকে না।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটি শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি। মানুষের অবস্থা ভালো নেই। শুধু রাজনীতিবিদই নয়, সাধারণ মানুষও কিন্তু আতঙ্কের মধ্যেই আছে। হত্যাকাণ্ড, চুরি লুটপাট চলছেই।’



মন্তব্য চালু নেই