শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বেরোবিতে তিনদিনের ঐচ্ছিক ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ১৯ থেকে ২১ অক্টোবর ৩ দিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ২২ অক্টোবর শুভ বিজয় দশমী উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় সেই দিন বন্ধ থাকবে । গত ১২ অক্টোবর প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান অফিসে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

দুর্গা পুজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ধর্মাবলম্বী (হিন্দু) সম্প্রদায়ের সকল শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারিবৃন্দ নিজ নিজ বিভাগীয় প্রধানের পূর্বানুমোদনক্রমে উপর্যুক্ত ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন বলে নোটিশে জানানো হয়েছে।

ঐচ্ছিক ছুটির দিনগুলোতে ক্লাস-পরীক্ষা ব্যতীত একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম খোলা থাকবে বলে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ছাড়াও আগামী ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক এবং পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে ডায়েরি ও একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা গেছে।

আগামী ২৫ অক্টোবর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস- পরীক্ষা যথারীতি চলবে বলে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই