শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি: দেশের দরিদ্র ও অসহায় মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য সরকারী সহায়তা প্রদান করা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। যার অংশ হিসেবে সারা দেশের মত শরীয়তপুরেও বনাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিরোধ হলে মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয় শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা ও দায়রা জজ আদালত থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে পুনরায় জেলা ও দায়র জজ আদালত চত্তরে অনুষ্ঠিত সচেতনতা মূলক আলোচনাসভায় মিলিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ জেলার সকল সরকারী বেসরকারী দপ্তর প্রধানগন ও জেলার সকল আইনজীবি, চিকিৎসক ,সাংবাদিক, ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে আদালত চত্তরে ২০টি স্টোল নিয়ে আইনগত সহায়তা মেলা বসেছে।



মন্তব্য চালু নেই