লালমনিরহাটে মোটরসাইকেল ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪

লালমনিরহাটে মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগ বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহন্দ্রেনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর কাজিচওড়া এলাকার আওয়ামীলীগের কর্মী আব্দুস সালাম (৩৭) ও একই এলাকার ইউপি সদস্য বিএনপি কর্মী নুরুজামান (৪২)সহ ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আওয়ামীলীগের কর্মী আব্দুস সালাম মোটর সাইকেল নিয়ে মহেন্দ্রনগর বাজার এলে বিএনপি’র নেতাকর্মীরা মোটরসাইকেলটি ভাংচুর করে সালামকে মারপিট করে।

খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এসে সালামকে উদ্ধার করে। এ সময় উভয় দলের নেতাকর্মীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপি’র ৩কর্মীসহ মোট ৫জন আহত হন।

আহতদের দুইজনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও বাকীরা গোপনে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নি।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।



মন্তব্য চালু নেই