লতিফের বক্তব্য সরকারেরই: কাদের সিদ্দিকী

ধর্ম ও হজ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যকে বর্তমান সরকারের বলেই মন্তব্য করেছেন তার ছোটভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্য আওয়ামী লীগ ও সরকারের। দলীয়ভাবে আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের জরুরি সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহর প্রদত্ত হিসেবে তিনি আমার বড়ভাই। এ সম্পর্ক কেনা যায় না। আমাদের ধমনিতে একই রক্ত প্রবাহিত। জীবনে বহু কষ্ট করেছি, বহুবার বিপদে পড়েছি কিন্তু আল্লাহর উপর থেকে আস্থা হারাইনি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমার বড়ভাইকে হেদায়েত করুন।’
সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক বলেন, ‘হজ সম্পর্কে লতিফ সিদ্দিকীর বক্তব্যের জন্য তার এবং তার দল আওয়ামী লীগের প্রতি আমরা গভীর নিন্দা জানাই। পবিত্র হজ সম্পর্কে একজন প্রবীণ আওয়ামী লীগ নেতার ন্যাক্কারজনক ও আপত্তিকর বক্তব্য শুধু তার একার হতে পারেন। কেউ স্বীকার করুক বা না করুক কৃষক শ্রমিক জনতালীগ মনে করে এটা সম্পূর্ণ আওয়ামী লীগ ও ভোটারবিহীন অনির্বাচিত সরকারেরই বক্তব্য।’
তিনি বলেন, ‘এটি সরকারের অগণতান্ত্রিক কাজের উপর থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়ার এক অপকৌশল মাত্র। ইতিপূর্বেও সরকারের প্ররোচনায় শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত ব্লগাররা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র ধর্ম ইসলাম সম্পর্কে দৃষ্টতাপূর্ণ বক্তব্যের নজির রয়েছে।’
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।



মন্তব্য চালু নেই