লতিফের বক্তব্যে বুধবার মাঠে নামছে জামায়াত

পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.) ও তাবলীগ জামাত সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘পবিত্র হজ ও হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মোসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। তিনি মোসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে গুরুতর অপরাধ করেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’



মন্তব্য চালু নেই