রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষকের পদত্যাগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বন্ধ রাখার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ১৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন।

রোববার বেলা ১২টায় শিক্ষকরা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।

শিক্ষদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের দেড় বছর সময় পার হলেও তিনি একবারও সহযোগী ও সহকারী অধ্যাপকদের পদোন্নতির জন্য আপগ্রেডেশনের ব্যবস্থা করেননি। এ বিষয়ে একাধিকবার আন্দোলন করেও কোন অগ্রগতি না হওয়ায় রোববার একাডেমিক ও প্রশাসনিক ১৯ শিক্ষক এক সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোরশেদুল আলম রনির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।



মন্তব্য চালু নেই