‘রুবেলের বলটি বৈধ ছিল’

আম্পায়ার ইয়ান গোল্ড ‘নো বল’ ডাকলেও টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা গেছে রুবেলের করা বলটি বৈধই ছিল।

বিশ্বকাপ ক্রিকেটের গত বৃহস্পতিবারের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে ‘ভারত বনাম বাংলাদেশ : বিতর্ক সত্ত্বেও রোহিত শর্মার সেঞ্চুরি’ শিরোনামে একটি প্রতিবেদনে এভাবেই রোহিতকে ‘বাঁচিয়ে’ দেওয়া বলটি নিয়ে মন্তব্য করে বার্তা সংস্থা এএফপি, যা ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়াতেও প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে ১০৮ বলে সেঞ্চুরি করে ভারতের ইনিংসকে পুনরুজ্জীবিত করেন ওপেনার রোহিত শর্মা। তার সপ্তম সেঞ্চুরিটিতে ছিল ১০টি চার ও একটি ছক্কার মার। কিন্তু ৯০ রানের সময় তিনি ‘ভাগ্যগুণে’ বেঁচে যান। রুবেল হোসেনের করা বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন তিনি। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড বলটি কোমরের উপরে ছিল দেখিয়ে নো বল ডাকেন। অথচ টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি বৈধ ছিল।

অবশেষে তাসকিন আহমেদের করা বলে ১২৬ বলে ১৩৭ রানে আউট হন রোহিত। তার ইনিংসটিতে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা।



মন্তব্য চালু নেই