রাবিতে স্বজনের যুগপূর্তি উৎসব মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’র যুগপূর্তি উৎসব হতে যাচ্ছে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। রোববার বেলা সাড়ে ১১ বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে স্বজনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বিকেল তিনটায় আলোচনা সভা ও কমিটি ঘোষণা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

যুগপূর্তি অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বজনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কাওছার আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, স্বজনের উপদেষ্টা ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সম্পাদক ফাহমিদা লাইজু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, দেবশ্রী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহীন, আহ্বায়ক ইমাম উদ্দিন ইমু প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন হিসেবে ২০০২ সালের ১২ অক্টোবর স্বজন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সংগঠনটি বিনামূল্যে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।

 



মন্তব্য চালু নেই