রাগের চোটে হারপিক, সাবান-শ্যাম্পু খেয়ে ফেললো ৪ ছাত্রী

হারপিক, গুড়া সাবান ও শ্যাম্পু খেয়ে মির্জাপুর ভারতেশ্বরী হোমসের সপ্তম শ্রেণির চার ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলো শাহিনুর, আনিকা, তায়েবা ও চয়নিকা।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সিডিউল অনুযায়ী শনিবার ভারতেশ্বরী হোমসের ওই চার ছাত্রীর হোমসের কাজের দায়িত্ব ছিল। এ দায়িত্ব পালন করার সময় হোমসের এক স্টাফ তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এতে রাগের বশবর্তী হয়ে শাহিনুর, আনিকা, তায়েবা ও চয়নিকা রুমের ভেতর গিয়ে হারপিক, গুড়া সাবান ও শ্যাম্পু খায়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হোমস কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করেন।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, তাদের পয়জনিং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা এখন ভালো।

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার  জানান, কাজ নিয়ে ওই চার ছাত্রী ঝগড়া করে গুড়া সাবান খেয়েছে।



মন্তব্য চালু নেই