রক্তের উপর পা দিয়ে বিএনপির জন্ম : শেখ হাসিনা

রক্তের উপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন বন্ধ করতে বারবার আঘাত কেন? কাকে খুশি করার জন্য এ হামলা? রক্তের ওপরই বিএনপির জন্ম। তারা রক্ত নিয়ে খেলতে চায়। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লসিত হবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য কাজ করবো। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন করবো। কারণ, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি কেউ জানেন না। কারণ, আমি একদিনেই পরিবারের সবাইকে হারিয়েছিলাম। আমি হয়তো তাদের স্বজনকে ফিরিয়ে দিতে পারবো না। তবে তাদের কাছে সান্ত্বনা হিসেবে দাঁড়াতে পারবো।’

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দেশের সংবিধান, স্বাধীনতায়, আইনের শাসনে বিশ্বাস করে না, তারা দেশের মানুষের জন্য কী করবে? বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নেই আজ আমরা কাজ করছি। কিন্ত কোন উদ্দেশ্যে আজ দেশে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে?’

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘গত নির্বাচনের আগে বিএনপি-জামায়াত যে আক্রমণ চালিয়েছিল, তার সঙ্গে নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালের পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিল আছে। বিএনপির কার্যক্রম ও আক্রমণের সঙ্গে পাকিস্তানি বাহিনীর অমিল নেই।’

সৈয়দ আশরাফ বলেন, ‘আজ যে ফটো অ্যালবাম প্রকাশ করা হয়েছে, সেখানে সব আলামত ও ছবি জায়গার অভাবে ঠাঁই পায়নি। এ ধরনের তাণ্ডব পৃথিবীর কোথাও ঘটেছে কি না, তা দেখার বিষয়।’



মন্তব্য চালু নেই