যশোরে ফেনসিডিল, গাঁজা ইয়াবাসহ পাচঁজন আটক

আবিদুর রেজা খান, যশোর অফিস: যশোর ডিবি,সিআইডি ও সদর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিল,১০ পিস ইয়াবা ও আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে একটি পালসার মোটর সাইকেল উদ্ধার ও ৫ জনকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে,যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলগেট পশ্চিমপাড়াস্থ সেকেন্দার আলীর পুত্র ইউনুছ,চাঁচড়া রায়পাড়া ছোট মসজিদের পাশে জামাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া মৃত সামাদ শেখ’র পুত্র খলিল শেখ,সদর উপজেলা মুড়োলী খাঁ পাড়ার জাহান আলীর পুত্র সাব্বির হোসেন ও যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর স্কুল পাড়ার সিদ্দিক হোসেনের পুত্র সোহাগ হোসেন,যশোর সদর উপজেলা বড় মেঘলা মোল্যাপাড়ার মৃত ওহেদ আলী মোল্যার পুত্র বাবুল রহমান। পুলিশ জানায়,সদর পুলিশ ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলামসহ একদল পুলিশ শনিবার রাত আনুমানিক সোয়া ১১ টার সময় শহরের বারান্দী পাড়া ঢাকা রোড ব্রীজের উপর থেকে সাব্বির হোসেনকে ১শ’ পুরিয়া অর্থাৎ আড়াইশ’ গ্রাম গাঁজাসহ আটক করে। অপর দিকে, ডিবি’র একটি টিম সন্ধ্যা আনুমানিক ৭ টায় যশোর বেনাপোল সড়কের ছোট মেঘলাস্থ দরগা ফিলিং ষ্টেশন সংলগ্ন ফজলুল হকের মুদি দোকানের সামনে থেকে যশোর গামী পালসার মোটর সাইকেল (যশোর ল-১১-৬২৫৬) গতিরোধ করে সোহাগ হোসেন ও বাবুলকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। ডিবি’র অপরটিম সকাল পৌনে ৯ টায় যশোর টু মনিরামপুর সড়কের যশোর সুতীঘাটা বাজারের কাছে রামনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খলিল শেখকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় খলিল শেখ’র পিতা মিরাজ হোসেন পালিয়ে যায়। বলে পুলিশ জানিয়েছেন। এছাড়া,যশোর সিআইডি পুলিশ পরিদর্শক হারুন –অর-রশিদসহ একদল পুলিশ বিকেল পৌনে ৩ টায় রেলগেট চাঁচড়া রায়পাড়া থেকে ইউনুছকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই