মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি বাদশা সম্পাদক

রাশেদ খান মেননকে সভাপতি এবং ফজলে হোসেন বাদশাকে সম্পাদক করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হলো রাজশাহীতে। রোববার শেষ দিনে ৭৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।

নতুন কমিটির অন্যরা হলেন : পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, হাফিজুর রহমান ভুইয়া, শফিউদ্দিন আহমেদ, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, মনোজ সাহা, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ ও মুস্তফা লুৎফুল্লাহ।

কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন : হাজী বশিরুল আলম, জাকির হোসেন হবি, এনামুল হক এমরান, জ্যোতি শংকর ঝন্টু, অ্যাড. আবদুর রাজ্জাক, অ্যাড. শেখ হাফিজুর রহমান, অ্যাড. নজরুল ইসলাম, শেখ সাইদুর রহমান সাঈদ, লিয়াকত আলী লিকু, নজরুল হক নীলু, মোসাদ্দেক হোসেন লাবু, নজরুল ইসলাম হক্কানী, করম আলী, সালেহা সুলতানা, নুর মহম্মদ খান, রফিকুল ইসলাম পিয়ারুল, আনোয়ারুল হক বাবলু, শরীফ শমসির, নজরুল ইসলাম, অনিল বিশ্বাস, অ্যাড. আবু হানিফ, সিকান্দর আলী, হবিবর রহমান, শেখ সিরাজুল ইসলাম, অরুনা চৌধুরী, অ্যাড. কাজী মাসুদ, রফিকুল ইসলাম, দীপংকর সাহা দিপু, সোহরাব হোসেন ও তপন দত্ত।

বিকল্প সদস্যরা হলেন : আবদুল খালেক, আবু সাঈদ মিঞা, আফরোজা, পাভেল ইসলাম, মোফাজ্জেল হোসেন মনজু, আমিরুল হক আমিন, মজিবর রহমান, অ্যাড. ফিরোজ আলম, জাকির হোসেন, বেলা রাণী দে, রোমেনা আলম বিকল্প, আকসির এম চৌধুরী, বজলুর রহমান মাস্টার, জাকির হোসেন রাজু, আবুল হোসেন, মোস্তফা আলমগীর রতন, সাববাহ আলী খান কলিন্স, ইন্দ্রানী শম্পা, আব্দুল মজিদ, আকসির এম চৌধুরী, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সদরুল ইসলাম, এন্তাজুল হক বাবু, তুষার কান্তি দাস, মিনা মিজানুর রহমান, রেজাউল করিম রেজা, রবিন সরেন, সরজিত সেন ও মিজানুর রহমান।

কংগ্রেসের শেষ দিনে পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান ও এর দুইজন সদস্য নির্বাচিত হয়েছেন। এরা হলেন : চেয়ারম্যান অনিল বিশ্বাস এবং সদস্য বিশ্বজিৎ বাড়ৈ ও আব্দুল হক।

নির্বাচিত হয়েছেন অডিট কমিটির চেয়ারম্যান ও এর দুইজন সদস্য। এরা হলেন : চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, সদস্য তপন দত্ত ও মোহাম্মদ তৌহিদ।



মন্তব্য চালু নেই