মাশরাফির দল কাউকে ‘ভয়’ পায় না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে পাপন বলেন, ‘১৬ বছর ধরে আমরা যে অর্জন করতে পারিনি, সেটা এখন অর্জন করতে পেরেছি। ঠিক এভাবে যদি আমরা খেলতে পারি, আমাদের র‌্যাংকিং শুধু নয়, বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।’

জাতীয় দল সম্পর্কে পাপন বলেন, ‘মাশরাফির এই দলটির জন্য আমরা আহামরি কিছু করিনি। দলের মধ্যে বড় একটি পরিবর্তন এসেছে, তা হলো দলটি কাউকে ‘ভয়’ পায় না। দু-একজন ভালো খেলোয়াড় যদি পারফরম্যান্স নাও করে, তাহলে অন্যরা সেটা পুষিয়ে দিচ্ছে। এই দলে টিম স্পিরিটা খুব ভালো রয়েছে।’

বিসিবির সভাপতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা করে বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের প্রত্যাশা তো করছি। এই বিজয়টা হবে আমাদের জন্য অবিস্মরণীয় বিজয়।’



মন্তব্য চালু নেই