ভারতীয় ক্রিকেটারদের খেতে দেয়নি অস্ট্রেলিয়া!

অপর্যাপ্ত খাবার দেয়ায় ভারত-অস্ট্রেলিয়ার মধুর সম্পর্কে কিছুটা হলেও তিক্ততা বাড়লো। অস্ট্রেলিয়াতে পা রাখার পর থেকেই টিম ইন্ডিয়ার খাবার নিয়ে সমস্যা চলছিল। সেই সমস্যা চলতি টেস্টে মাথা চাড়া দিয়ে উঠল।

গ্যাবায় তৃতীয়দিনের লাঞ্চে অভুক্তই থাকতে হয়েছে ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও দলের বামহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক ভারতীয় রাঁধুনিকেই মহেন্দ্র সিং ধোনিদের রান্না-বান্নার দায়িত্বভার তুলে দেয়া হয়। কিন্তু ইশান্ত-রায়নাদের অভিযোগ, খাবার টেবিলে কোনো ধরনের নিরামিষও রাখা হয়নি তাদের জন্য।

সে কারণে বেজায় চটে যান ইশান্ত-রায়নারা। বাধ্য হয়ে আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিক ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে নিয়েই বাইরে খেতে যান মতারা।

ড্রেসিংরুমে ফিরে শাস্ত্রীরা জানতে পারেন, বাইরে থেকে মাঠে খাবার নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ভারতীয়দের পক্ষ থেকে বিষয়টি জনসমক্ষে আনা হয়নি।

কারণ ফিলিপ হিউজের মৃত্যুর পর ক্রিকেট অস্ট্রেলিয়া কিছুটা হলেও খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। তাই বিষয়টি নিয়ে জলঘোলা করেনি তারা।



মন্তব্য চালু নেই