ব্লাটারের উত্তরসূরি হচ্ছেন প্রিন্স আল-হোসেন, প্লাতিলি

পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করেছেন সেপ ব্লাটার। ঘুষ-দুর্নীতির কারণে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচন করায় ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু ব্লাটার সরে দাঁড়ানোয় এখন তার উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে জল্পনা-কল্পনা।

ব্লাটারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন প্রিন্স আলী বিন আল-হোসেন। সর্বশেষ ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে ব্লাটারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। সংস্থার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন হোসেন। এছাড়া জর্ডান ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টও তিনি।

হোসেনের পরই এই পদের জন্য সবার পছন্দ উয়েফার প্রেসিডেন্ট মিচেল প্লাতিনি। ৮ বছর বছর ধরে এই দায়িত্ব পালন করছেন তিনি। নিজের সময়ে সেরা এই ফুটবলার ফ্রান্সের হয়ে খেলেছেন ৭২টি আন্তর্জাতিক ম্যাচ।

এ ছাড়া প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও রয়েছেন জার্মান ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট উলফগাং নিয়েসবাখ, ফ্রান্সের চাম্পাগন, নর্থদান আয়ারল্যান্ড ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট জিম বয়েস, আলফ্রেডো হাউইট, মিচেল ফন প্রাগ ও ডেভিড গিনোলা।



মন্তব্য চালু নেই