ব্লাইন্ড ক্রিকেট দলকে সংসদীয় সংবর্ধনা

সমাজে পিছিয়েপড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছে প্রতিবন্ধীরাও। এদের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধীরা আরো বেশি পিছিয়ে। এরপরও তাদের অদম্য মেধা আর শ্রমের ফসল, ‘কলকাতা ত্রি-বঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন্স ট্রফির গৌরব অর্জন। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের এ সাফল্যকে স্বাগত জানাতে সংবর্ধনা দিয়েছে জাতীয় সংসদ।

‘ত্রি-বংঙ্গীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্টে’ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। বুধবার জাতীয় সংসদের আইপিডি কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সংবর্ধনা দেয়া হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ব্লাইন্ড ক্রিকেট দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে ব্লাইন্ড ক্রিকেট দলের জন্য একটি মাঠের আবদার করা হয়। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিদারুল আলম, কোচ সানোয়ার আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কলকাতায় ত্রি-বংঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্টে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল অংশ নেয়।



মন্তব্য চালু নেই