বিয়ারের ‘লোভে’ সাপের কাণ্ড

কেউ বিয়ার পানের পর খালি ক্যান ফেলে দিয়েছিলেন। ক্যানে হয়ত কিছুটা বিয়ার লেগে ছিল। বিয়ারের ঘ্রাণ পেয়ে বিষাক্ত সাপ তাতে মাথা ঢুকিয়ে দেয়। ছবি দেখে মনেই হতে পারে বিয়ারের লোভে সাপ এই কাণ্ড ঘটিয়ে বসেছে।

ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়াতে এই বিচিত্র ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে মানুষের আবাসস্থলে কুমিরের হানার সঙ্গে সাপের হানাও অনেকটা সাধারণ দৃশ্য।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার একটি গ্রাম্য অঞ্চলে এবার বিয়ারের বোতলে মাথা দিয়ে আটকে যায় সাপটি।

সাপটিকে মুক্ত করার জন্য প্রাণিবিভাগের দুজন কর্মকর্তা তানিয়া দাওসেত ও ক্রেইগ বার্গম্যানকে ডাকা হয়। তারা সাপটিকে বন্দিদশা থেকে মুক্ত করেন। পরে এটাকে তার বসবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

বিয়ারের বোতলে আটকে থাকা অবস্থায় খুবই নাজুক ও নিরীহ মনে হলেও এ সাপগুলো আসলে খুবই বিষাক্ত। এক কামড়েই জীবন নিয়ে ফেলতে পারে কারো। অস্ট্রেলিয়াতে এটাকে ‘রেড বেলি ব্ল্যাক স্নেইক’ নামে ডাকা হয়।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়। এ কারণে লোকালয়ে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর আনাগোনা দেখা যায়। সূত্র : ইয়াহু নিউজ



মন্তব্য চালু নেই