বিশ্বসেরা সাকিব হাটহাজারীতে সংবর্ধিত

এম এ নুর মালেক, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাজার হাজার মানুষের উপস্থিতিতে শ্রুতিময় কন্ঠে, অনেক পরিশ্রম, অনেক ত্যাগের বিনিময়ে আল্ আমিন সংস্থার ব্যাবস্থাপনায় ও শাহ এয়ার মোহাম্মদ (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় সম্পন্ন হল শানদার কেরাত মাহফিল।

শাহ এয়ার মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল- আমিন সংস্থার উপদেষ্টা মাওলানা ক্বারী আব্দুর রহমান বিন শাহ এয়ার মোহাম্মদের সভাপতিত্তে ২১ ডিসেম্বর বুধবার বাদে জোহর হইতে রাত প্রায় ১২টা পর্যন্ত কেরাত মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন, বীর বাঙ্গালীর গর্ব, আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগীতায় অনেক দেশকে ডিঙ্গিয়ে প্রথম স্থান অধিকারী হাফেজ নাজমুস সাকিব।

মাওলানা আহসান উল্লাহ এর সঞ্চালনায় মাহফিলে নাতে রসুল দঃ পরিবেশন করেন পাকিস্তান হতে আগত শায়ের হাফেজ হাবিবুল্লাহ নোমান আরমান।

হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয় মাঠে কেরাত মাহফিলে দেশের নন্দিত ক্বারী সাহেবগন তাদের সুমধুর মিষ্টি কন্ঠে পবিত্র কোরান তেলাওয়াত করেন।

এর মধ্যে যথাক্রমে ক্বারী মোহাম্মদ হামিদুল্লাহ, ক্বারী মাওলানা ইসমাইল, ক্বারী আরিফুল ইসলাম, ক্বারী মাওলানা আনোয়ার, ক্বারী মাওলানা শহীদুল ইসলাম, ক্বারী ইরফান, ক্বারী মাওলানা জোনাইদুল ইসলাম, ক্বারী সাদেকুল্লাহ প্রমূখ।

পাকিস্তান হতে আগত শায়ের হাফেজ হাবিবুল্লাহ নোমান আরমানের নাতে রসুল দঃ এবং হাফেজ নাজমুস সাকিবের কেরাত উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে, উপস্থিত শ্রোতারা যেন তাদের মঞ্চ হতে ছাড়তেই চায়না, কয়েকবার মঞ্চে এসে দর্শকদের অনুরোধে নাত এবং কোরান তেলাওয়াত করে।

অনুষ্ঠানের ব্যাপারে শাহ এয়ার মোহাম্মদ ফাউন্ডেশনের সেক্রেটারী এম এ রহিম শাহ প্রতিবেদককে বলেন, আমাদের মাস দুই মাসের পরিশ্রম স্বার্থক হয়েছে, মানুষের সহযোগীতা ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে, এম এ রহিম শাহ আয়োজনকারীসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই