‘বিপজ্জনক’ পাকিস্তানকে ভয় ওয়াটসনের

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন শুক্রবারের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছ থেকে আক্রমণাত্মক খেলা আশা করছেন। নকআউট পর্বে পাকিস্তান তাদের সেরা খেলাটা খেলে বলে জানিয়েছেন তিনি। এই ব্যাপারটিকেই ভয় করছেন এই অসি তারকা।

মঙ্গলবার অ্যাডিলেড ওভালে অনুশীলন শেষে ওয়াটসন বলেন, ‘তাদের বিপক্ষে অনেক খেলেছি। তাতে করে বুঝতে পেরেছি তারা সব সময় অবিশ্বাস্য ক্রিকেট খেলে। তবে তারা নিজেরা হঠাৎ করে ভেঙে পড়তেও পারে যেটা আমরা এর আগেও দেখেছি। এ কারণেরই তারা সব সময় ‘বিপজ্জনক’ প্রতিপক্ষ, বিশেষ করে নকআউট পর্বে।’

পাকিস্তান একবার ছন্দে ফিরতে পারলে তাদেরকে থামানো কঠিন বলে মনে করেন ৩৩ বছর বয়সী এই অসি তারকা। তিনি বলেন, ‘তাদের বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। তারা একবার ছন্দে ফিরতে পারলে অন্য যেকোনো দলের জন্যই বিপদ হয়ে দাঁড়াতে পারে।’

তবে অস্ট্রেলিয়ার অন্যতম সিনিয়র খেলোয়াড় ওয়াটসনের বিশ্বাস, ঘরের মাঠ অ্যাডিলেডে দর্শকদের সামনে পাকিস্তানকে হারাতে পারবে তার দল। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানি প্রতিপক্ষ হিসেবে তারা সব সময়ই ‘বিপজ্জনক’। শুক্রবারের কোয়ার্টারে তাদেরকে ছন্দে ফেরার কোনো সুযোগ দিবো না আমরা। কেননা, ছন্দে ফিরতে পারলে তাদেরকে হারানো কষ্টসাধ্য হয়ে পড়বে।’

গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭৬ রানে গুটিয়ে গিয়ে ৪ উইকেটের হার মানে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দলে ছিলেন শেন ওয়াটসন। ম্যাচটিকে ভুলে যেতে চান বলে জানান এই অস্ট্রেলীয় অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমি ম্যাচটি ভুলে যেতে চাই। কেননা, আমরা ম্যাচটি হেরেছি। তবে এবার আর সেটির পুনরাবৃত্তি হতে দিবো না।’

২০০২ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ১৮৪টি ওয়ানডে খেলেছেন শেন ওয়াটসন। ব্যাট হাতে ৫ হাজার ৫৯২ রান করার পাশাপাশি ১৬৬ উইকেট নিয়ে গত এক দশক ধরে অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডারের পরিণত হন তিনি।



মন্তব্য চালু নেই