বানরের করুণ মৃত্যু নাকি বন্ধুত্ব! (ভিডিওসহ)

বাঘ তো শিকারি পশু।আমাদের সবার কাছে সে খুব হিংস্র প্রানি হিসাবে পরিচিত। সে শিকার করবেই এটাই স্বাভাবিক। আমাদের কষ্ট লাগে যে প্রাণীটি মারা যায় তার জন্য। কিন্তু বাঘ শিকার করে তার খাবার যোগাড় করতে হয় বলে।

Capture

“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”। বাঘেরও মন আছে এটা আমরা কেউ বিশ্বাস করতে নারাজ। যদি মন বলে কিছু থাকতো তাইলে এত অন্যায়ভাবে কি মারতে পারে?? উত্তরটি সে নিজেই দিলো।একটা বানরকে সে মেরে ফেলেছে, এখন শুধু খাবার অপেক্ষা।

Capture11

 

খেতে গেলে বাঘটি দেখে বানরটির একটি বাচ্চা আছে। তখন তার কিছুটা কষ্ট লাগে যা না দেখলে বুঝা যায় না। বানরের বাচ্চাটি তার জন্য আরেকটি খাবার সরূপ।

tiger1

কিন্তু সে বাচ্চাটিকে অনেক আগলে রাখে। কারণটা আর জানার বাকি রইল না। তার মনে এটি খাবার হিসেবে নাড়া দেয় নাই। বানরের বাচ্চাটিকে বাঘ আগলে রাখে।এটাও সম্ভব।



মন্তব্য চালু নেই