বাংলাদেশ-ভারত টেস্ট গ্যালারিতে সম্প্রীতির বার্তা

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। বিশেষ এ ম্যাচটির সাক্ষী হতে ভারতে গেছেন শোয়েব আলী। মিরপুরের গ্যালারির টাইগার শোয়েবকে চেনেন না এমন ক্রিকেট দর্শক নেই বললেই চলে। একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরেক পরিচিত মুখ টাইগার মিলনকে ভারতে গিয়ে দেশকে সাপোর্ট দেয়ার সুযোগ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের শোয়েব কিংবা মিলনের মতো ভারতের ক্রিকেটপ্রেমী সুধীর গৌতম। ভারতের ম্যাচ থাকলেই সেখানে ছুটে যান ক্রিকেটপাগল দরিদ্র এই মানুষটি। ২০১৫ সালে বাংলাদেশে এসেছিলেন। ভারত সিরিজ হারার পর কিছু উশৃঙ্খল বাংলাদেশি সমর্থক তাকে হেনস্থাও করেছিল। তখন তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন আমাদের শোয়েব-মিলনরা।

এবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অতিথি হয়ে যাওয়া টাইগার শোয়েবের পাশে এসে বসলেন গৌতম। এএফপির ক্যামেরায় ধরা পড়ল এই দারুণ মুহূর্তটির ছবি। দুই জন দুই দেশের সমর্থক। তাতে কী? সম্প্রীতিটাই আসল।



মন্তব্য চালু নেই