বাংলাদেশে তেতুঁল হুজুররা হলো রাজাকার, জঙ্গিপন্থী : ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশে তেতুঁল হুজুর চক্র হলো রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী। তেতুঁল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোনো আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেতুঁল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না।’

মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বর্তমান সরকার তেঁতুল হুজুরদের সঙ্গে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামাতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ তিস্তা চুক্তি করবে এ মর্মে তারা প্রকাশ্যে অঙ্গীকার করেছে। এ অঙ্গীকারের মধ্যে দিয়ে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। তিস্তার পানি ভাগাভাগি করতে হবে এবং তিস্তার পানি নিয়ে চুক্তি করতে হবে এইটা ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে। সুতরাং এইটা যদি না মানতো তা হলে বলা যেতো বিষয়টা ঝুলে গেল। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায়।’

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই