ফ্রান্স ও জার্মানির চাপেই রাশিয়া-কাতারে বিশ্বকাপ!

আর্থিক দুর্নীতির দায়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এমনিতেই এখন টালমাটাল অবস্থা। এর মাঝেই এক নতুন বোমা ফাটালেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তিনি জানিয়েছেন, ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক চাপেই বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে রাশিয়া ও কাতার!

জার্মান এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেছেন, জার্মানি ও ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণেই কাতার ও রাশিয়ায় বিশ্বকাপ দেওয়া হয়েছে।

ব্ল্যাটার বলেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও প্রাক্তন জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উল্ফ বিশ্বকাপ আয়োজনের ভোটে হস্তক্ষেপ করেছিলেন। কারণ রাশিয়াতে ফ্রান্সের কোটি কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা ছিল। একই ভাবে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উল্ফ কাতারের পক্ষে ছিলেন।

২০১০ সালের ২ ডিসেম্বর বিশ্বকাপ আয়োজক হিসেবে রাশিয়া-কাতারের নাম ঘোষণা করার আগেই এ ব্যাপারে দুই প্রেসিডেন্ট রাজনৈতিক চাপ দিয়েছিলেন বলে উল্লেখ করেন ব্ল্যাটার।

ব্লাটার বলেন, আমি নেতৃত্বের নীতিতে বিশ্বাস করি। যদি নির্বাহী কমিটির সিংহভাগ কাতারে বিশ্বকাপ চায়, তাহলে আমাকে সেটাই মানতে হবে।



মন্তব্য চালু নেই