ফের ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

রাক্ষসী মেঘনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের মুখে পড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের পাইলিং ভেঙে পন্টুন সরে যাওয়ায় সোমবার সকাল থেকে আবারও অনদিৃষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় দু’পাড়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে।ভোলা-লক্ষ্মীপুর ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার (বানিজ্য) মোঃ আবু আলম হাওলাদার জানান, পুরাতন ফেরিঘাট সড়ক ভেঙে যাওয়ার পর ১০ দিন আগে নতুন ফেরিঘাট নির্মান করা হয়। রোববার রাত থেকে এই ঘাটেও ভাঙন দেখা দিয়েছে।

এতে ফেরির পন্টুন, গ্যাংওয়ে সরে গেছে। চেইন ছিড়ে গেছে। ভাঙনের তোড়ে ফেরি ঘাটের পাইলিং এর খুটি ভেঙে পড়ায় ঘাটের র্যা মম্প নামানো যাচ্ছে না। ফলে এ রুটে ফেরি চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ হওয়ায় দেশের দক্ষিন পূর্বাঞ্চলের ১৬ জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

তিনি আরো জানান, এটি সংস্কারের জন্য বিআাইডব্লিউটিএর প্রকৌশল বিভাগক কাজ শুরু করেছে। নতুন পাইলিং করে ঘাট নির্মান না করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে।



মন্তব্য চালু নেই