প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি আশাহত : ছাত্রদল

রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যকে যথেচ্ছ ‘মিথ্যাচার ও অসংলগ্ন ভাষার প্রয়োগ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে বলেন, ‘দেশের এই দু:সময়ে জাতি যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে করণীয় জানতে চায়- ঠিক তখনই তার মুখে অন্যের ব্যক্তিগত কুৎসা জাতিকে আবারো আশাহত করেছে।’

সোমবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

ছাত্রদলের শীর্ষ এ দুই নেতা আরো বলেন, ‘ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অবস্থায়ও আজ্ঞাবহ ডিএমপিকে দিয়ে সমাবেশের ঠিক আগ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে এ সমাবেশ করায় আবারও প্রমাণ হলো- এই দেশে গণতন্ত্র এখন শেখ হাসিনার আঁচলের তলায়।’

তারা এও বলেন, ‘দেশবাসি আরো অবাক হল ওই সমাবেশে শেখ হাসিনার মিথ্যাচার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অসংলগ্ন ভাষার প্রয়োগ দেখে। জাতি অবাক হয়- যখন দেখে, ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা পাগলের প্রলাপ বকছেন; কারো ব্যক্তি জীবন নিয়ে যথেচ্ছ মিথ্যাচার করছেন।’



মন্তব্য চালু নেই