পাসপোর্ট দিয়ে জামিন পেলেন মোশাররফ

দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে শর্ত সাপেক্ষে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

দুদকের দায়ের করা ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হতে হলে মোশাররফের পাসপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে।

আদালতে মোশাররফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- আটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন,অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আদালতের আদেশের পর মোশাররফের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘জামিন আদেশের ফলে খন্দকার মোশাররফের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।’



মন্তব্য চালু নেই