‘নিশ্চয়ই আমাদের সামনে শুভদিন আসবে’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আসুন, আমরা সকলে হাতে হাত মিলিয়ে, কাদে কাদ মিলিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে কাজ করি। নিশ্চয়ই আমাদের সামনে শুভদিন আসবে।’

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকল দল, নেত্রীবৃন্দ, শিশু, কর্মচারি-কর্মকর্তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।’

নববর্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার প্রত্যয় ব্যাক্ত করে তিনি বলেন, ‘প্রবাসে যারা আছে আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নতুন বছরে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা আশা করি নতুন বছরে এদেশ গণতন্ত্র ফিরে পাব, উন্নয়ন হবে, জনগণের কল্যাণ হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন বছর থেকে দেশে শিশু হত্যা বন্ধ হবে, খুন-গুম বন্ধ হবে বলে আমরা আশা করছি। নতুন বছর আমাদের সুদিন বয়ে আনবে।’ অনুষ্ঠান আয়োজনের জন্য জাসাসের সকল শিল্পীবৃন্দকে অভিনন্দন জানান খালেদা জিয়া।

জাসাসের সভাপতি এম এ মালেক এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান।



মন্তব্য চালু নেই