ধাক্কা দিয়ে ট্রেন চালু করলেন যাত্রীরা

গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন। হঠাৎ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে? তারপর আশপাশের লোকজনকে অনুরোধ করলেন। তাঁরা এগিয়ে এসে ‘জোর লাগাকে হেঁইয়ো বলে হাত লাগাতেই স্টার্ট নিয়ে নিল গাড়ি। রাস্তার খুব চেনা দৃশ্য এটা।

কিন্তু ট্রেনের বেলায় এমন হলে কি করা যায়? যদি একটা আস্ত ট্রেনকে ধাক্কা মেরে চালু করতে হয়? পাশের দেশ ভারতে এমন অবাস্তব ঘটনাই ঘটেছে। রাজস্থানের বারমেঢ়-কালকা এক্সপ্রেস ট্রেনটি লাইনের উপর হঠাতই আটকে যায়। ইঞ্জিনটি বারবার চেষ্টা করেও ট্রেনের বগিগুলো টেনে নিয়ে যেতে পারছিল না। আর এতে করে একের পর এক বাতিল হচ্ছিল একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। কিছু ট্রেন আবার দাঁড়িয়ে ছিল রেল লাইনেই। কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলেও রেলের লোকজনকে এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছিল না।

নিরুপায় যাত্রীরা লাইনের ওপর ট্রেনটিকে চালু করতে নিজেরাই হাত লাগালেন। ঠেলতে থাকেন ট্রেনটি। বাসের থেকে অনেকগুণ বেশি লোক ট্রেনে থাকায় রক্ষা পাওয়া যায়।



মন্তব্য চালু নেই