ধর্মশালায় বৃষ্টি থেমেছে, চলছে মাঠ শুকানোর কাজ

বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি, পরিত্যক্ত হয়ে গেছে নেদারল্যান্ডস-ওমান ম্যাচ। তবে আশার কথা হচ্ছে, এই মুহূর্তে ধর্মশালায় বৃষ্টি নেই। ওভার কমিয়ে হলেও তাই বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ হতে পারে।

শুক্রবার সকাল থেকেই ধর্মশালায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছিল আগের রাতেও। নেদারল্যান্ডস-ওমান ম্যাচে নির্ধারিত সময় বিকেল ৩টায় টস হলেও তারপরই আবার বৃষ্টি শুরু হয়। যে বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটিই ভেসে যায়।

তবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় বৃষ্টি থেমেছে। এখন মাঠে ত্রিপলের ওপর জমে থাকা পানি শুকানোর কাজ চলছে। তবে মাঠ ত্রিপলেই ঢাকা রয়েছে। বৃষ্টি আর না আসলে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে ওভার কমিয়ে খেলা হতে পারে। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। সাড়ে ৭টায় যেহেতু টস হয়নি তাই নির্ধারিত সময়েও খেলা শুরু করা যায়নি।



মন্তব্য চালু নেই