ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত মানিকগঞ্জ জেলার দৌলতপুর চরাঞ্চলের হাজারো মানুষ

নদীমাতৃক দেশ বলেই অন্যান্য জেলার মত মানিকগঞ্জের উপর দিয়েও প্রবাহিত হয়েছে পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গাসহ অনেক নদী। নদীতে পানি পড়া শুরু করায় জেলার নিচু এলাকা দৌলতপুর চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। যার কারনে হাজার হাজার মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে ভুগছে। যদিও সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত জন সাধারণদের ত্রাণ সহায়তার ঘোষণা দেয়া হয়েছে কিন্তু এখনো এখানকার বন্যা কবলিত অসহায় মানুষেরা কোন ত্রাণ সামগ্রী পায়নি।

স্থানীয় জন সাধারণদের অভিযোগ সরকার বন্যা কবলিত মানুষদের মাঝে সাহায্যোর জন্য বরাদ্দ দিলেও তা জেলা পরিষদ ও প্রশাসন থেকে সঠিকভাবে বন্টন হচ্ছে না। আবার অনেকেই সরাসরি অভিযোগ করে বলেন যারা ত্রাণ সামগ্রী বন্টন করে তাদের মাঝ থেকে একটি কুচক্রী মহল জালিয়াতীর মাধ্যমে নিজেদের তহবিল ভারী করা নিয়ে ব্যস্ত। এছাড়াও স্থানীয়রা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিষয়টা খতিয়ে দেখার জন্য বলেন এবং বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে এসে দাড়ানোর জন্য আহবানও জানান।



মন্তব্য চালু নেই