ডোপ টেস্ট নিয়ে চিন্তায় বাংলাদেশও!

দুইজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর ডোপ টেস্ট নিয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাংলাদেশের দুই জন ক্রিকেটারের নমুনা পরীক্ষাধীন অবস্থায় আছে। বিপিএলের সময় তাদের নমুনা সংগ্রহ করা হয়। দিল্লির গবেষণাগার থেকে খুব তাড়াতাড়ি ফলাফল জানানো হবে।

সম্প্রতি লঙ্কান ক্রিকেটার কুসল পেরেরাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ’র ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।

চলতি বছরের সেপ্টেম্বরে বিসিবি ঘরোয়া ক্রিকেটে ডোপ-বিরোধী নীতিমালা আরোপ করে। বিপিএলের এই আসরেও সেই নীতিমালা প্রযোজ্য ছিল।

সূত্রের খবর, বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি মিলিয়ে মোট ছয়জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে দিল্লির গবেষণাগারে পাঠানো হয়।

আশার খবর হল ইতিমধ্যে চারজনের ফলাফল বিসিবির হাতে এসেছে। সবগুলোই নেগেটিভ।

বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দুইজনের ফলাফল কেন এখনো আসেনি তা নিয়ে চিন্তায় আছে বোর্ড। তবে কেউই ওই দুজনের নাম প্রকাশ করতে চাননি।



মন্তব্য চালু নেই