ছেলের চাকরি না হওয়ায় বাবার আত্মহত্যা

টাকা দেয়ার পরও ছেলের চাকরি না হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজু প্রামাণিক (৫০) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার গভীর রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের চরনরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজু প্রামাণিক ওই গ্রামের মৃত ওসমান প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে আব্দুল মতিন জানান, কয়েক মাস আগে বিমানবন্দরের পিয়ন পদে তাকে (আব্দুল মতিন) চাকরি দেয়ার কথা বলে তার বাবার কাছ থেকে দেড় লাখ টাকা নেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওই টাকা দিয়েছিলেন তার বাবা নাজু প্রামাণিক।

দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি কিংবা নগদ টাকা ফিরিয়ে দেননি রফিকুল ইসলাম।

এদিকে পাওনাদাররা কৃষক নাজু প্রামাণিককে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি।

এরই একপর্যায়ে সোমবার রাতে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে করতোয়া নদীর পাশে একটি বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখেন স্থানীয়রা।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বুধবার দুপুরে জানান, কৃষকের আত্মহত্যার খবর শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই