চুরি যাওয়া শতাধিক মোটরসাইকেলসহ সাতক্ষীরায় আটক ১০

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে শতাধিক মোটরসাইকেলসহ ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।
ঢাকায় চুরি হওয়া দেড় হাজার মোটরসাইকেলের সন্ধানে সোমবার সকালে সাতক্ষীরা শহরের চারটি পুরাতন মোটরসাইকেলের হাটে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, গত মাসে ঢাকার বিভিন্ন স্থান থেকে দেড় সহ¯্রাধিক মোটরসাইকেল চুরি হয়। রোববার মোটরসাইকেল চুরির অভিযোগে ঢাকায় আটক এক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তিনি সাতক্ষীরা সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন শতাধিক মোটরসাইকেল উদ্ধার করেছেন।
তিনি আরো জানান, সাতক্ষীরার সরদার ট্রেডিং, এ ওয়ান মোটর, হোন্ডা বাজার, বিএমএল নামে চারটি পুরাতন মোটর সাইকেলের হাটে ও শহরের মুনজিতপুরের মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শেষ হয়েছে। অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। অন্যান্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, একই তথ্যের ভিত্তিতে সাভার থেকেও ২ জনকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই