চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে ১৭ দালাল আটক

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের ১৭ দালালকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা হাসপাতালে আসা রোগিদের টেনে হেঁচড়ে তাদের প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসার নামে মোটা অংকের টাকা আদায় করে। বিনিময়ে বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মোটা অংকের কমিশন দিয়ে থাকে।

এসব অপকর্মের সঙ্গে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্টাফদেরও অনেকেই জড়িত।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন আটকের বিষয়টি আমাদের প্রতিনিধিকে জানান।



মন্তব্য চালু নেই