চট্টগ্রাম বিমানবন্দরে ২৪ স্বর্ণেরবারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী আসনের নিচ থেকে ২ কেজি ৮শ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ ইসমাইল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল জানান, বুধবার বিকেল সাড়ে তিনটায় জেদ্দা ফেরত বাংলাদেশ বিমানের বিজি-০৩৮ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে।

নিয়মিত তল্লাশির অংশ হিসেবে যাত্রী ইসমাইলের সিটের নিচ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের বর্তমান বাজার মূল্য এককোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই