‘খালেদার মুচকি হাসি কেড়ে নিয়েছেন মোদি’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুচকি হাসি কেড়ে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘নরেদ্র মোদী যখন নির্বাচিত হলেন তখন খালেদা জিয়ার কি মুচকি হাসি। আর যখন নরেদ্র মোদি বললেন, বাংলাদেশ সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশকে রক্ষা করেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই হারিয়ে গেছে তার মুচকি হাসি।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে সাম্যবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কদিন আগেও শুনেছিলাম সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা হয়ে গেছে, আঁতাত হয়ে গেছে। দেশে কিছু বুদ্ধিজীবী, সাংবাদিক আছেন যারা কেবল লিখে যান।’

কেন এমন লেখেন, এমন বলেন- এ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘নিজামীর ফাঁসির রায় দিয়েছেন আদালত। সরকার তো দেয় নাই। তাহলে নিশ্চয়ই এই হরতাল আদালতের বিরুদ্ধে ?’ এই অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ওদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়ার নীরবতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বুকের পাটা থাকলে হয় ‘হ্যাঁ’ বলুন, না হয় ‘না’ বলুন। আমরা (আওয়ামী লীগ) বুকের পাটা নিয়েই রাজনীতি করি। আমরা হয় ‘হ্যাঁ’ না হয় ‘না’ বলেই রাজনীতি করি।’

সাম্যবাদী দলের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আপনাদের দিলীপ দা আবার ভালো জায়গা পাবে, আপনারা তার উপর বিশ্বাস রাখেন।’

দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, গণআজাদী লীগের এস কে শিকদার।



মন্তব্য চালু নেই